হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম
.jpg)
২ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম ৪ থেকে ৫ টাকা। ভারতে পেঁয়াজের দাম বাড়া ও আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন আমদানিকারকসহ বন্দর সংশ্লিষ্টরা।গত সোমবার আমদানি করা ভারতীয় পেঁয়াজ বন্দরের মোকামগুলোতে পাইকারি বিক্রি হয়েছে ২৮ থেকে ৩০ টাকা কেজিতে।আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৬ টাকা দরে ।আর এসব আমদানি করা পেঁয়াজ আবার খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে প্রকারভেদে ৩৮ টাকা কেজি দরে।হিলি বাজারের পাইকারী পেঁয়াজ বিক্রেতা রাসেদুল ইসলাম জানান, দুইদিন আগে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আর আজ কিনতেই হচ্ছে ৩৬ টাকা কেজি দরে
খুচরা বিক্রেতা জনি জানায়,গত দুদিন আগে পাইকারী বাজার থেকে যে দামে পেঁয়াজ কিনেছি তা আজ ৪ থেকে ৬ টাকা বেশী ধরে কিনতে হচ্ছে।পেঁয়াজের দাম বেশী হওয়ায় বিপাকে পড়ছে ক্রেতারা।হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন জানান, ভারতেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। তাই বেশি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে।। তাই বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম একটু বেড়েছে।হিলি কাস্টমস কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানায়,চলতি সপ্তাহের ৪ কর্ম দিবসে ভারতীয় ৯৪ টি ট্রাকে ২ হাজার ৩১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।