শ্রীলংকার সিভালংকা ফাউন্ডেশন চেয়ারম্যানের টিএমএসএস কার্যক্রম পরিদর্শন
_04.09_.19_.jpg)
শ্রীলংকার সিভালংকা ফাউন্ডেশনের চেয়ারম্যান হারসা কুমারা নভরত্নে আজ বুধবার বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
সকালে পাঁচ তারকা হোটেল মম ইন এ তিনি টিএমএসএস এর উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় সিভালংকা ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) গুলোর ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন শ্রীলংকার সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম সরকারের নিয়ন্ত্রনে পরিচালিত হয়। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থা গুলো এক সঙ্গে কাজ করায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি সিভালংকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণ,মৎস্যও কৃষি সেক্টরে টিএমএসএসকে শ্রীলংকা সরকারের সাথে যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানান।
আরও বক্তব্য রাখেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক-১ মোঃ আব্দুল কাদের,উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,পরামর্শক (আইসিটি) মোঃ খায়রুল ইসলাম, পরামর্শক (উন্নয়ন) ড. সুলতান সালাহ উদ্দিনসহ বিভিন্ন ডমিন প্রধান,পরিচালকসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। মত বিনিময় সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে টিএমএসএস এর কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থার পরিচালক (নির্বাহী সচিবালয় ও শিক্ষা) মোঃ খোরশেদ আলম।
হারসা কুমারা নভরত্নে বিসিএল কোল্ড স্টোরেজ,টিএমএসএস-মম ইন বিনোদন জগৎ,টিএমএসএস নার্সারী,কৃষি পণ্য বিক্রয় কেন্দ্র,কৃষিফার্ম,বিসিএল পেপার মিল,বেভারেজ ফ্যাক্টরী,বোর্ড মিল,টিএমএসএস এলপিজি লিঃ,বিসিএল সিরামিক ইন্ডাষ্টি লিঃ,টিএমএসএস ডেইরী ফার্ম,উৎপাদন ফুডস্,হস্তশিল্প,‘স’ মিল এবং উডেন ফার্ণিচারের কার্যক্রম পরিদর্শন করেন। কার্যক্রম পরিদর্শন করে তিনি টিএমএসএস এর ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য সিভালংকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ৮ সেপ্টেম্বর পর্যন্ত টিএমএসএস ফাউন্ডেশন অফিস বগুড়ায় অবস্থান করে সংস্থা পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্য বিভাগ,ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মত বিনিময় করবেন। তার টিএমএসএস এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে।