পোরশায় সমাজসেবা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজেনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। সেমিনারে প্রধান আলোচক ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইবনে ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তগার হোসেন, সমাজসেবা পোরশার ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম শাহ্। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।