প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৪৩

পোরশায় সমাজসেবা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় সমাজসেবা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সফল বাস্তবায়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজেনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। সেমিনারে প্রধান আলোচক ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইবনে ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তগার হোসেন, সমাজসেবা পোরশার ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম শাহ্। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

উপরে