বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
_PIC-04.09_.2019_.jpg)
বগুড়ার শেরপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে গতকাল বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠে স্থানীয় উপজেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হওয়া আন্তঃইউনিয়ন পর্যায়ে প্রথমদিনের খেলায় মির্জাপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম কুসুম্বী ইউনিয়ন পরিষদ একাদশ অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, মোহাম্মদ আলী মন্টু মাষ্টার, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আমির হামজা, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোমিন প্রমুখ। এছাড়া অন্যদের মধ্যে সাবেক ফুটবলার আব্দুল খালেকসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। তাই ক্রীড়ার মাধ্যমে দেশ ও সমাজ থেকে মাদক ও সন্ত্রাসকে রুখতে হবে। এজন্য বেশি বেশি টুর্নামেন্টে আয়োজন করতে হবে। কারণ এই টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজ জেগে উঠবে। একইসঙ্গে প্রতিভাবান খেলোয়ারের সন্ধান মিলবে। তারাই এই বাংলাদেশকে বিশে^র দরবারে তুলে ধরবে বলেও আশাবাত ব্যক্ত করেন তারা। এদিকে উদ্বোধনী খেলায় কুসুম্বী ইউনিয়ন ১-০ গোলে মির্জাপুর ইউনিয়নকে পরাজিত করে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।