বগুড়া পল্লীমঙ্গল সমিতিরি অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি

বগুড়া পল্লীমঙ্গল সমিতির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ৭ দফা দাবিতে বগুড়া জেলা প্রশাসক’র নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।আজ বুধবার বেলা ১১ টায় পল্লী মঙ্গল সমিতির অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ফুলবাড়ী এলাকাবাসি স্বারকলিপি প্রদান করেন। বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বারকলিপি গ্রহণ করেন। ৭ দফা দাবির মধ্যে রয়েছে, দীর্ঘ ১৮ বছর যাবত নির্বাচন না হওয়ায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।পল্লী মঙ্গল সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন (ফুলবাড়ী) মাঠে সাধারণ সভার আয়োজন করতে হবে।বিগত ১৮ বছরের সমিতির আয়-ব্যয় সাধারণ সভায় লিখিতভাবে দাখিল করতে হবে। পুর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশসহ নতুন সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে।যুগোপযোগী গঠনতন্ত্র তৈরী করতে হবে। মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীরা সমিতির সদস্য হতে পারবে না। চব্সি ঘন্টা সমিতির অফিস খোলা রাখা যাবেনা।
এছাড়াও র্স্বাকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ১৮ বছর যাবত সভাপতি পরিচয়দানকারী মাহফুজার রহমান নির্বাচন না দিয়ে স্বৈরাচারি কায়দায় সমিতির ১০টি দোকান ঘর এর জামানত হিসাবে প্রায় ২৫ লাখ টাকা গ্রহণ করেছেন। ঘর ভাড়াগুলো থেকে প্রতিমাসে প্রায় ২০ টাকা ভাড়া আদায়ের ১৮ বছরের গচ্ছিত প্রায় ৪৩ লাখ ২০ হাজার টাকা আয় । বিলবোর্ড, কোচিং সেন্টার হিসাবে ভাড়াসহ বিভিন্ন অনুদান ও উৎস থেকে সব কিছু মিলে প্রায় এক কোটি টাকা ১৮ বছরে আয় হলেও তার হিসাব নাই সভাপতির কাছে। অভিযোগ উঠেছে দ্বিতল ভবনসহ দোকান ঘরগুলোর পৌর ট্যাক্স পৌরসভায় জমা না দিয়ে সভাপতি /সাধারণ সসম্পাদকের পকেটে গচ্ছিত রয়েছে। নামে পল্লী মঙ্গল সমিতি হলেও সেখানেে চলে নামি দামি হোটেল ক্লাবের মত কার্যক্রম। ২৪ ঘন্টা খোলা থাকে সমিতির কার্যালয়, চলে ভোররাত পর্যন্ত নানা অনিয়ম। কথিত সাধারন সম্পাদক রাশেদুল আলম শাওনের সাজ সজ্জা,বিলাস বহুল ,এসি রুম, সারারাত চলে ইলেকট্রিক ঝাড়বাতি। সেখানে কার মাইক্রোবাস যোগে ভোর রাতে আসে বহিরাগতরা। শাওনের দাপটে এলাকাবাসি অতিষ্ট। কথায় কথায় সাধারণ সদস্যদের হয়রানী, মারপিট, খুন জখমের হুমকি।
সমিতির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয় স্বারকলিপিতে।স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন, বেলু মৃধা, মহসিন দরবেশ, শাহিনুর ইসলাম, মাহাতাব, আফজাল, আব্দুল জলিল,মধু মিয়া, সিজ্জাত সরদার, আব্দুল খালেক, আয়নুল, রাজিবুল, আপেল, সাগর, শামিম, সুজন, সজিব, রিপন, সাদ্দাম, আফজাল সেখসহ শতাধিক ফুলবাড়ীবাসি। এসময় পাঁচ শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত অভিযোগনামা ও বিভিন্ন প্রত্রিকার খবর জেলা প্রশাসক’র নিকট প্রদান করা হয়।