জয়পুরহাটে পুলিশের মাদক বিরোধী অভিযানকে বাধাগ্রস্থ করতে ‘জহুরুল নাটক’

জয়পুরহাটে পুলিশের মাদক বিরোধী অভিযানকে বাধাগ্রস্থ করতে একটি বিশেষ মহল ‘জহুরুল নাটক’ করেছে। এ নিয়ে পত্র-পত্রিকায় এত লেখালেখি সেই আলোচিত জয়পুরহাটের পাঁচবিবির উচনা গ্রামের যুবক জহুরুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান। বুধবার দুপুরে জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন যুবক জহুরুল খুব ধুর্ত প্রকৃতির। এর আগে তার বাড়িতে পুলিশ একাধিক অভিযান চালিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে বারবার পালিয়ে যায়। জহুরুল পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উঁচনা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
এছাড়াও পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক ও একই গ্রামের আইনুল ইসলামের ছেলে গ্রাম পুলিশ রাজ্জাক, পাঁচবিবি পৌর এলাকার কলোনী রোডের মৎস্য ব্যবসায়ী শাহজাহান আলী, মালঞ্চা গ্রামের মুরাদ হোসেন, পাঁচবিবি পৌর এলাকার সন্দীপ চন্দ্র সহ আরো অনেকে বলেন, জহুরুল মাদকের সাথে জড়িত। সে রাতের আধারে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে যাতায়াত করে এবং অন্যান্য পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের সাথে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায়।
ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সাংবাদিকদের মুঠোফোনে জানান, জহুরুল ইসলাম একজন অস্থীতিশীল ছেলে। সে মাদক ব্যবসা করে কিনা তা আমার জানা নেই। তবে সে রাতের অন্ধকারে মটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে। তিনি আরও বলেন আমার জানা মতে জহুরুল ৫ম বা ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছে। কোন কলেজে সে লেখাপড়া করেনি।
উল্লেখ্য, গত ০১ সেপ্টেম্বর বিকেলে ৫টার দিকে ডিবি পুলিশের একটি অভিযানিক দল উচনা ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় আব্দুল মজিদ নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে মাদকসহ ধরতে গেলে জহুরুল সেই মাদক ব্যবসায়ীকে পালিয়ে যেতে সহায়তা করে। এসময় ডিবি পুলিশের সাথে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জহুরুল ধস্তাধস্তি করে পালিয়ে গেলে পুলিশ পিছন থেকে তাকে ধাওয়া করে। তখন জহুরুল ইটের হেয়ারিং রাস্তার উপর পড়ে গিয়ে আহত হয় ।
পুলিশ তাকে আটক করতে চাইলে এলাকার গন্যমান্য ব্যক্তিরা বলেন জহুরুল প্রথম বারের মত ভুল করেছে, মাফ করে দেন। তখন জহুরুল নিজেই ওই পলাতক মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার অঙ্গিকার করলে গন্যমান্য ব্যক্তিদের সামনে পুলিশ তাকে ছেড়ে দেয়।এ ব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম বলেন, জহুরুল ইসলামের আহতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেে ব্যবস্থা নেয়া হবে।