কাহালুর নারহট্র ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ

বুধবার বগুড়ার কাহালুর নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ে ৪৮ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা/১৯ইং এর উদ্বোধন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেসার্স জেরিন জিম পোল্ট্রি ফিস ফিড এন্ড মেডিসিন কর্ণার ও হ্যাচারীর স্বত্ত্বাধিকারী, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা শাখার উপদেষ্টা ও নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন নারহট্র ইউনিয়ন পর্যায়ে ৪৮ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা/১৯ইং এর প্রধান উপদেষ্টা ও নারহট্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খান ফিরোজ, সহকারি প্রধান শিক্ষক মুঞ্জুয়ারা (শাপলা) সহ নারহট্র ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ। খেলা পরিচালনা করেন নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রেজা (রিপন)।