নওগাঁ সীমান্তে বিজিবির অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির আয়োজনে সীমান্তে পুশ-ইন প্রতিরোধ, সীমান্ত অপরাধ, মাদক চোরাচালান প্রতিরোধ, সেবনের কুফল সম্মন্ধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ চকিলাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় দূর্ঘাপুর বাজার প্রাঙ্গণে উক্ত সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার মেজর আহমদ নিবরাস খান। সভায় সভাপতিত্ব করেন, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আজহার আলী।
এছাড়াও অন্যান্যদের মধ্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, বিজিবি কোম্পানী/বিওপি কমান্ডার, মসজিদের ইমাম, স্থানীয় সাংবাদিকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ তিন শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনসচেতনতামূলক সভা শেষে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর মেডিকেল অফিসার কর্তৃক বিনামূল্যে ঔষধ বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়।