বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলা উদ্বোধন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭) খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন।
বোয়ালদাড় হাইস্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ দল বনাম খট্রা মাধবপাড়া ইউনিয়ন পরিষদ দল ।
খেলা পরিচালনা কমিটির সভাপতি হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার রাফিউল ইসলাম জানান, খেলায় মোট ৪টি করে দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী খেলায় খট্রা মাধবপাড়া ইউনিয়ন পরিষদ দলকে ট্রাইবেকারে ০-১ গোলে হারিয়ে জয়লাভ করে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ দল।