বগুড়ায় রকি স্মৃতি নক আউট ফুটবল টুর্ণমেন্টের ফাইনাল খেলায় ধরমপুর তরুন সংঘ চ্যাম্পিয়ান

বগুড়ায় রকি স্মৃতি নক আউট ফুটবল টুর্ণমেন্টের ফাইনাল খেলায় ধরমপুর তরুন সংঘ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার বিকালে ধরমপুর খেলার মাঠে ফাইনাল খেলায় তারা সিজান বুলিয়ান স্টোর সংঘকে ট্রাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করেছে।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ধরমপুর তরুন সংঘের সভাপতি বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বগুড়া বেবি ট্যাক্্ির সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক এরশাদ শেখ। বিশেষ অতিথি ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবাহ, পশ্চিম বগুড়া বেবি ট্যাক্সি সিএনজি মালিক সমিতির সাংগাঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম রিপন, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম শফিক প্রমুখ।
এসময় অত্র ক্লাবের সদস্য ও বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।