সাংবাদিক কালামের শ্বশুরের ইন্তেকাল

বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক নয়াদিগন্ত বগুড়া অফিসের ষ্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সিনিয়র সদস্য আবুল কালাম আজাদের শ্বশুর মোঃ মোশাররফ হোসেন (৭২) জটিলরোগে আক্রান্ত হয়ে শুক্রবার গভীররাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অবসরপ্রাপ্ত পোষ্ট মাষ্টার ও সাবেক কৃতি ফুটবলার । মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ জুমআ ও বাদ আছর দুই দফা জানাযা শেষে নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও সাধারন সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি মির্জা সেলিম রেজা ও সাধারণ সম্পাদক গণেশ দাস। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।