বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
দিনাজপুরের বিরামপুরে তাতাল গরম করে বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যু]স্পৃষ্ট হয়ে কাওসার রহমান (১৬) নামের যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯ টায় বিরামপুর সীমান্তবর্তী কাটলা ইউনিয়ানের দাউদপুর (বালুবাড়ী) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার বালুবাড়ী গ্রামের দেলোয়ার রহমানের ছেলে।
কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন দুর্ঘটনা নিশ্চিত করে জানায়,শুক্রবার রাত নয়টার সময় কাওসার নিজ বাড়ীতে তাতাল গরম করে বিদ্যুতের তার সংযোগ দিতে গেলে হটাৎ সে বিদ্যুতায়িত হয়। ঘটনার পরই বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নেই। পরে কর্মরত চিকিৎসক কাওসারকে মৃত বলে ঘোষনা দেয়।

হিলি (দিনাজপুর)