বগুড়ায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালন

আইইউসিএন-বাংলাদেশ ও শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন –তীর” সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার আয়োজনে বগুড়া সাতমাথায় আজ আন্তজার্তিক শকুন সচেতনতা দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে আজ শনিবার বগুড়ার সাত মাথায় বেলা ১১টায় শকুন সচেতনতা এক বর্নাঢ্য র্যালি করা হয়। দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইইউসিএন বাংলাদেশের কনসালটেন্ট ও “তীর” এর সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান ও প্রাণিবিদ ড. এসএম ইকবাল, বিবিসিএফ ও তীর এর উপদেষ্টা মোঃ জিয়াউর রহমান, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “তীর” এর উপদেষ্টা মোঃ শফি মাহমুদ, মোঃ ফজলে বারী রতন ও মোঃ আরিফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন “তীর” সভাপতি মোঃ আরাফাত রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মোঃ রিফাত হাসান সহ সংগঠনের সদস্যবৃন্দ্র। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সাতমাথায় এসে শেষ হয়।
“তীর” এর সভাপতি মোঃ আরাফাত রহমান বলেন, খাদ্যশৃঙ্খলের গুরুত্বপূর্ন এই শকুন। বিভিন্ন মরা পচা খেয়ে এরা আমাদের অনেক উপকার করতো। রোগ জীবানুর সংক্রমন ঠেকাতে সহয়তা করতো। কিন্তু পশুর চিকিৎসায় ডাইকোফেনাক এর ব্যবহার শকুনের সংখ্যা ৭৫ শতাংশ কমিয়েছে। এছাড়া ফসলি জমিতে কীটশাশক, আগাছানাশক, রাসায়নিকসার ও তথাকথিত কবিরাজি চিকিৎসায় শকুনের ব্যবহারের ফলে দ্রুত শকুনের সংখ্যা কমে এসছে।
এছাড়া শতবর্ষী বৃহৎ বৃক্ষ কর্তনের ফলে এদের বাসস্থান সংকট ও নিরাপদ প্রজননক্ষেত্রের অভাবে আজ শকুল বিলুপ্তির পথে। বাংলাদেশে বর্তমানে শকুনের যে সংখ্যা আছে তা আমাদের টিকিয়ে রাখতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই একদিন আবার বাংলা শকুন আকাশে ডানামেলে আবার বিচরন করবে।
অন্যান্ন দের মধ্যে বক্তব্য রাখেন ড. এসএম ইকবাল, মোঃ জিয়াউর রহমান, মোঃ ফজলে বারী রতন ও মোঃ শফি মাহমুদ, মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
মার্কিন গবেষক ড. লিন্ডলে ২০০৩ সালে গবেষনায় প্রমান করে য়ে ডাইকোফেনাকই বিশ্বব্যাপী শকুন বিলুপ্তির অন্যতম প্রধান কারন।
গবেষকদের মতে শকুন বিলুপ্তির ফলে বর্তমানে বাংলাদেশে অ্যান্থ্রাক্স, জলাতঙ্ক ও অন্যান্য ‘জুনোটিক’ (পশু হতে সংক্রমিত) রোগের ক্রমবর্ধমান সংক্রমন ঘটছে। বাংলাদেশে সাত প্রজাতির শকুন পাওয়া যেত। এদেশে স্থায়ী-বসবাসকারী শকুন, রাজ-শকুন বিলুপ্ত হয়েছে এবং এখন বাংলা-শকুনও মহাবিপন্ন। শকুনের সংখ্যা হ্রাসের ফলে প্রতিবেশী দেশ-সমূহে অ্যান্থ্রাক্স ও জলাতঙ্ক রোগ বৃদ্ধি পেয়েছে। শকুন কমে যাওয়ায় এখন বাংলাদেশেও জনস্বাস্থ্য প্রভাবিত হচ্ছে। বাংলাদেশের পশু-চিকিৎসায় সরকার সারাদেশে ২০১০ সালে‘ডাইকোফেনাক’ এবং শকুনের নিরাপদ এলাকায় ২০১৭ সালে ‘কিটোপ্রোফেন’ নিষিদ্ধ করেছে।
বন অধিদপ্তরের তথ্যমতে, সত্তরের দশকে বাংলাদেশে য়ে পরিমান শকুন দেখা য়েত বর্তমানে তার ৯৯ শতাংশই বিলুপ্ত হয়েছে।বন অধিদপ্তর ও আইইউসিএন- বাংলাদেশের এর মতে বর্তমানে বাংলাদেশে এখন বাংলা শকুনের প্রতিনিধি হিসেবে টিকে আছে মাত্র মাত্র ২৬০টি শকুন।
আইইউসিএন এর কনসালটেন্ড মোঃ মিজানুর রহমান বলেন বাংলা শকুন রক্ষায় আইইউসিএন ও বন অধিদপ্তর কাজ করছে। বাংলাদেশ সরকার ডাইকোফেনাক ও ‘কিটোপ্রোফেন এর ব্যবহার নিষিদ্ধ করেছে এবং সিলেট ও খুলনা অঞ্চলকে শকুনের নিরাপদ এলাকা হিসেবে ঘোষনা করেছে।এছাড়াও শকুনের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ কেন্দ্র তৈরী করেছে। আহত ও অসুস্থ শকুনের চিকিৎসার জন্য সিংড়া জাতীয় উদ্যানে একটি শকুন পরিচর্য়া কেন্দ্র তৈরী করেছে।