জয়পুরহাটে অভিযোগ বক্স স্থাপন করলেন পুলিশ সুপার
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহসহ সকল অপরাধ দমনের জনসাধারণকে গোপন তথ্য দেওয়ার আহবান জানিয়ে জয়পুরহাটে অভিযোগ বক্স স্থাপন করলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম।
শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্তরে ও সদর থানার প্রধান গেটে এ বক্সগুলো স্থাপন করা হয়। এই অভিযোগ বক্সের চাবি পুলিশ সুপার তার নিজ দায়িত্বে রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, অতিরিক্ত সাজ্জাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন ও সদর থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ ও নানা শ্রেণীপেশার মানুষ।
পুলিশ সুপার সালাম কবির জানান, অনেকেই অপরাধীদের ভয়ে সরাসরি থানায় অভিযোগ করতে চান না। তারা নির্ভয়ে এই অভিযোগ বক্সে যে কোন অভিযোগ করতে পারেন। প্রতি সপ্তাহে এইসব অভিযোগ বক্স খুলে যে অভিযোগ পাওয়া যাবে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।