বিরামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল উদ্বোধন
বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে শেখ রাসেল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্দ্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালিকা অনুর্দ্ধ ১৭) শনিবার উদ্বোধন করেছেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক।
এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু ও মেজবাউল ইসলাম, ওসি মনিরুজ্জামান, অধ্যক্ষ ফরহাদ হোসেন ও শিশির কুমার সরকার প্রমূখ। এ টুর্নামেন্টে ৮ (আট) টি দল অংশ গ্রহন করছেন।