বিরামপুরে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণসভা

বিরামপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ্ এবং মুক্তিযুদ্ধে শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অডিটরিয়ামে ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী টুটুল, ওসি মনিরুজ্জামান, অধ্যক্ষ শিশির কুমার সরকার, আব্দুল আজিজ সরকার, উপাধ্যক্ষ একেএম শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শামসুদ্দিন মন্ডল, ডেপুটি কমান্ডার মোস্তাক হোসেন, মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, মোসলেম উদ্দিন প্রমূখ।