শিশুদের মানসিক বিকাশে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানালেন বগুড়া জেলা প্রশাসক

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব যারা দিবে সেই শিশুদের এখন থেকেই দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে শিশুদের মানসিক বিকাশে প্রত্যেক অভিভাবককে তিনি আরো সচেতন হওয়ার আহবান জানান।
বাংলাদেশ শিশু একাডেমি বগুড়ার আয়োজনে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার শহরের জেলা পরিষদের শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী জেলা পর্যায়ে মৌসুমী প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির সহকারী পরিচালক অভিজিৎ বসাক, কবি ও সাহিত্যিক বজলুল করিম বাহার ও শোয়েব শাহরিয়ার, শিবগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন শিশু ও যুব সংগঠক সঞ্জু রায়। প্রতি বছরের ন্যায় শিশু একাডেমির আয়োজনে উক্ত মৌসুমী প্রতিযোগিতায় এবছর দলীয় নৃত্য, জারি গান, দলীয় অভিনয়, বিতর্ক প্রতিযোগিতা, জ্ঞান জিজ্ঞাসা ও দেয়ালিকা প্রতিযোগিতা ক্যাটাগরিতে বগুড়ার ১২ টি উপজেলার বিজয়ীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা পরবর্তী বিকেলে জেলা পর্যায়ে প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী প্রথম ৩ উপজেলার প্রতিযোগিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় যাদের মাঝে প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১ম স্থান অর্জনকারী প্রতিযোগিরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।