প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩১

বগুড়ায় এক লাখ টাকা না পেয়ে কলেজ ছাত্রের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় এক লাখ টাকা না পেয়ে কলেজ ছাত্রের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

বগুড়ায় আল আমিন নামে এক কলেজ ছাত্রকে একটি এক হাজার টাকার জাল নোট দিয়ে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।  কলেজ ছাত্র আল আমিনের মা সালমা আক্তার সাংবাদিক, আইনজীবি ও আদালতককে  জানান, পুলিশ তার  ছেলের কাছ থেকে এক লাখ টাকা না পেয়ে ছেলের  বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। ঘটনাটি ঘটিয়েছে বগুড়া শাজাহানপুরে। জানা যায়,গত ২৪ আগস্ট বিকেলে  শাজাহানপুর থানার এস আই নুর ইসলাম  শাজাহানপুরের  বিব্লক বাজার এলাকা থেকে সাদ্দাম হোসেন রবিন নামে এক যুবককে একটি এক জাহার টাকার জাল নোটসহ আটক করেন। পরে তার স্বীকারোক্তি মতে  পুলিশ আল আমিনকে আটক করে। পরে আল আমিনকে ছেড়ে দেয়ার কথা বলে আল আমিনের মা সালমা আক্তারের কাছে এস আই নুর ইসলাম এক লাখ টাকা দাবি করেন।

৪০ হাজার টাকায় সালমা আক্তার রাজি হলেও পুলিশ জানায়, তাকে ৫৪ ধারায় চালান করা হবে।  এক পর্যায়ে পুলিশ টাকা না পেয়ে  সাদ্দাম হোসেন রবিন’র সাথে আল আমিনকেও আসামী করে  বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করে।এদিকে বগুড়া সাতমাথা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের  ছাত্র আল  আমিন মিথ্যা মামলায় ৭দিন জেল হাজতে থাকায় পর পর  তিনটি পরীক্ষায় অনুপস্থিত হওয়ার কারণে তার শিক্ষা জীবন  কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। গত ১ লা সেপ্টেম্বর  মাননিয় আদালত তাকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মুঞ্জুর করেন।  আজ  রোববার জামিন শুনানির এক পর্যায়ে আল আমিনের মা দায়রা আদালতে ঘুষের বিষয়টি অবহিত করলে আদালত তাকে ম্যাজিষ্ট্রেটের নিকট জবানবন্দী দেয়ার জন্য নির্দেশ দেন এবং সালমা আক্তার জবানবন্দী প্রদান করেন। সারিয়াকান্দি জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জিআরও আব্দুল কুদ্দুস জবানবন্দীর বিষয়টি নিশ্চিত করেন।  এদিকে মামলার বাদি শাজাহানপুর থানার এস আই নুর ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালত প্রথমে আল আমিনকে জামিন দেন নি। তাই আমার বিরুদ্ধে সে মিথ্যা কথা বলেছে। তিনি (এস আই নুর ইসলাম) আরও বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। এ প্রসঙ্গে শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেন, আসামী জামিনের স্বার্থে মিথ্যা কথা  বলতে পারে। বগুড়া কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, ম্যাজিষ্ট্রেটের নিকট জবানবন্দীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জবানবন্দীতে কি লেখা আছে আমার জানা নেই।

উপরে