বগুড়ায় লিঙ্গ সমতা বিষয়ে তরুণ সেচ্ছাসেবকদের সমাবেশ

বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও ইউএনপিএ’র (ইউনাইটেড ন্যাশনাল পোপুলেশন ফান্ড ) সহযোগিতায় ‘লিঙ্গ সমতা’ বিষয়ে পুলিশ লাইন্স স্কুলের তরুণ সেচ্ছাসেবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পুলিশ সুপার শফিজুল ইসলাম, আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল, পুলিশ লাইন্স স্কুলের অধ্যক্ষ সাহাদত আলম ঝুনু, ইউএনপিএ’র জেলা প্রতিনিধি তামিমা নাসনিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দিন ব্যাপী অনুষ্ঠানে বগুড়া পুলিশ লাইন্স স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।