বিরামপুর ৪৮ত জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে গ্রীষ্ম কালীন খেলাধুলার ফাইনাল খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৪৮তম জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে গ্রীষ্ম কালীন খেলাধুলার সমাপনি ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর দেড় টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে তিন দিন ব্যাপি খেলাধুলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মেসবা, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর আলম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এনামুল হক, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ উপস্থিত অতিথি বৃন্দ কাবাডি, হ্যান্ড বল, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।