মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা

কুড়িগ্রাম জেলার মুক্তিযোদ্ধাদের যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে ব্যতিক্রমধর্মী স্মৃতিচারণমূলক ‘বীরের কণ্ঠে বীরগাথা’ শীর্ষক ডকুমেন্টরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।আজ বুধবার তিন দিন ব্যাপি উক্ত অনুষ্ঠানের শেষ দিনে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীদের কাছে নিজেদের রণাঙ্গণে যুদ্ধ করার ঘটনাগুলোর বর্ণনা করে শিক্ষার্থীদের শেনান জেলার রাজীবপুর, চিলমারী ও উলিপুর উপজেলার মুক্তিযোদ্ধারা।
জেলা প্রশাসনে স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে স্মৃতিচারণে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাবেক সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম সহ মুক্তিযোদ্ধাগণ ।তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে ৪৫জন মুক্তিযোদ্ধা নিজেদের সম্মুখ যুদ্ধের কথা সকলের সামনে ব্যাক্ত করেন।বক্তব্যের সময় সহযোদ্ধার মৃত্যুর স্মৃতি প্রকাশ করতে কান্নায় ভেঙে পরেন অনেকে।ব্যাতিক্রম এই উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পড়া মুক্তিযুদ্ধের ইতিহাস গুলো প্রথম মুক্তিযোদ্ধা দের মুখ থেকে শোনার সুযোগ পেল।ব্যাতিক্রম এই উদ্যগের বিষয়ে জানতে চাইলে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন সরকার জানান, জেলা প্রশাসনের এই উদ্যোগটি প্রশংসনীয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে শুধু বই পড়ে নয় জীবন্ত মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতা যুদ্ধের গল্প শুনে দেশ প্রেমে উদ্ধুদ্ধ করতেই এই আয়োজন করা হয়েছে।