নওগাঁ সীমান্তে ৩ কেজি ভারতীয় গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ৩ কেজি গাঁজা ও ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
পত্নীতলা ১৪ বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ কড়িয়া বিওপি'র টহল কমান্ডার সুবেদার মোঃ নুরুল আমিন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭৬/২৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ কেজি ভারতীয় গাঁজা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সম হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।