পোরশায় মসজিদ নির্মান কাজের উদ্বোধন
নওগাঁর পোরশায় জামে মসজিদ নির্মান কাজের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরীর আর্থিক সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটনগর আদর্শ গ্রামে তিনি জামে মসজিদটির নির্মান কাজের উদ্বোধন করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক চৌধুরী, ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল সরকার, যুবলীগ সদস্য রইচ উদ্দিন সরকার ও আলমঙ্গীর সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।