বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা আগামি প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: মজিবর রহমান মজনু
_PIC-12.09_.23019_.jpg)
বগুড়ার শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদোগে সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের স্থানীয় হাসপাতাল রোডস্থ সংগঠনের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।
আর প্রধান আলোচক ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নওয়াব আলী। এছাড়া অন্যদের মধ্যে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সমিতির উপদেষ্টা জয়নাল আবেদীন, নূরুল হুদা, শহীদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, প্রয়াত সদস্য পরিবারের পক্ষ থেকে প্রভাষক সেলিম রেজা, আরাফাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে সমিতির প্রয়াত ৪৩জন সদস্যের রুহের মাগফেরাত কামনাসহ মুসলীম উম্মাহ এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মকসুদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কেএম ওবায়দুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সম্পাদক মজিবর রহমান মজনু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখি সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা। অসহায় মানুষের মুখে হাসি ফুটানো। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তবে জাতির জনকের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এমনকি তলাবিহীন ঝুড়ির দেশটি এখন মধ্যম আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করে আ.লীগের এই নেতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা আগামি প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান।