জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে

যেকোন ধরনের সহিংসতা বন্ধে সকলের সচেতনতা বাড়াতে হবে। তাই জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। তবে এ ক্ষেত্রে পূরুষের ভূমিকা বেশী।
আজ বৃহস্পতিবার বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রাক জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর উদ্যোগে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পূরুষের দায়িত্ব ও ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ। সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তারী, ব্রাকের রাজশাহী বিভাগীয় ম্যানেজার অনুপম সেনগুপ্ত, বগুড়া জেলা প্রতিনিধি বাবলী সুরাইয়া, টেকনিক্যাল ম্যানেজার আহসান হাবিব প্রমুখ। উক্ত সভায় শিক্ষক, কিশোরী নেত্রী, লাইব্রেরীয়ান, কাজী ও ইমামবৃন্দ।