বগুড়ায় শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকান্ডে উদ্বুদ্ধকরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ওরাপ সাংস্কৃতিক কেন্দ্র বগুড়ার আয়োজনে আজ বৃহস্পতিবার বগুড়া ওয়াইএমসিএ পলবেসরা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকান্ডে সস্পৃক্তকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজিত সংস্থার সাধারন সম্পাদক মোদাচ্ছির রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন (ওয়াইএমসিএ) এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের সৃজনশীল শিক্ষা ব্যবস্থা দ্বারা শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় শিক্ষার্থীরা বহু আগে থেকেই সৃজনশীল শিক্ষাই অভ্যস্থ। নিজের মতো করে শিক্ষার বিষয়বস্তু তৈরি করা ও উপস্থাপন করার অপর নামই হচ্ছে সৃজনশীল। সৃজনশীল কর্মকান্ডে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। তাই বর্তমান সরকার সৃজনশীল পাঠ দানের মধ্য দিয়ে এদেশের শিক্ষার্থীদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখছে। পাশাপাশি সৃজনশীল প্রতিভা দ্বারা এদেশের সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলা অনেক সমৃদ্ধশালী হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু নাট্যদল বগুড়ার সভাপতি ও সিডিএলএস এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক। অর্নিবান সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক আতিয়া রহমানের নেতৃত্বে বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।