রাজীবপুরে মডেল মসজিদ এর ভিত্তি প্রস্তর স্থাপন
রাজীবপুর উপজেলায় মডেল মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এবং উপজেলা ভূমি অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন রাজীবপুর উপজেলা পরিষদ চত্বরের ভিতরে এই নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমেহেদী হাসান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আ'লীগ নেতৃবৃন্দ প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মডেল মসজিদটি নির্মাণ প্রায় ১২কোটি টাকা ব্যায় ধরা হয়েছে।দৃষ্টি নন্দন এই মসজিদে পুরুষ ও নারীদের জন্য নামাজের স্থান ধর্মীয় বই পড়ার জন্য লাইব্রেরী ও ইসলামী সাংস্কৃতিক চর্চা করা যাবে।