বগুড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত

বগুড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আমিনুর ইসলাম (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে।জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে আমিনুল ইসলাম বগুড়া শহরর সুত্রাপুর আজাদ পাম্প এলাকায় একটি বিল্ডিংএ কাজ করছিলেন। এসময় বিল্ডিং এর দ্বিতীয়তলা থেকে তিনি মাটিতে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ইন্সপেক্টর রেজাউল করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।