পত্নীতলা ১৪ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১০:৩০ ঘটিকা হতে ১২:৩০ ঘটিকা পর্যন্ত পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ চকিলাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৬৬/২-এস এর নিকট ভারতের অভ্যন্তরে চকশব্দল নামক স্থানে প্রতিপ ১৩৭ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+, ০২ জন স্টাফ অফিসার, ০১ জন কোম্পানী কমান্ডার, ০৩ জন বিওপি কমান্ডার ও অন্যান্য পদবীর ০৫ জন এবং প্রতিপ ১৩৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী গুজরাজ ইয়াদব, ০৩ জন স্টাফ অফিসার, ০১ জন কোম্পানী কমান্ডার, ০২ জন পোস্ট কমান্ডার ও অন্যান্য পদবীর ০২ জন অংশগ্রহণ করেন। উক্ত বৈঠকে বিএসএফ কর্তৃক ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ, মাদকদ্রব্য আটক (ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা), ভারতীয় হেলিকপ্টার কর্তৃক আকাশ সীমা লংঘনসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরিশেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অদ্য ১২:৩০ ঘটিকায় পতাকা বৈঠক শেষ হয়।