পোরশা সীমান্ত থেকে রাখালকে আটক করেছে বিএসএফ

পোরশায় মোসাহাক আলী (২৭) নামের এক বাংলাদেশী গরু রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মোসাহাক আলী উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের ইমাম হোসেনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে সীমান্তের ২৩১নং পিলার এলাকা দিয়ে অজ্ঞাত কয়েকজন রাখালের সাথে মোসাহাক আলী গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ক্যাদারিপাড়া ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ সদস্যরা মোসাহাক আলীকে ধাওয়া করে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায় ৷
নিতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন।