বগুড়া পল্লীমঙ্গল সমিতির বিরুদ্ধে ৭ দফা দাবিতে পুলিশ সুপাররের নিকট স্বারকলিপি

বগুড়া পল্লী মঙ্গল সমিতির বিরুদ্ধে ৭ দফা দাবিতে বগুড়া পুলিশ সুপাররের নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।আজ শনিবার দুপুরে বগুড়া পল্লী মঙ্গল সমিতির অনিয়ম দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এ স্বারক লিপি প্রদান করা হয়।বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা স্বারকলিপি গ্রহণ করেন। ৭ দফা দাবির মধ্যে রয়েছে, সমিতির তথা কথিত সভাপতি পরিচয়দানকারি মাহফুজার রহমান ও কথিত সাধারণ সম্পাদক রাশেদুল আলম শাওনের নেতৃত্বে চলা নানা অনিয়ম ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে। ভোর রাতে কার মাইক্রোবাস যোগে আসা বহিরাগতরেদর চিহিন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। মাদকাসক্ত ব্যক্তি ও মাদক ব্যবসায়ীদের আড্ডাস্থল হিসাবে পল্লী মঙ্গল সমিতি ব্যবহার করা যাবেনা।কথায় কথায় কথিত সাধারণ সম্পাদক শাওন কর্তৃক সমিতির সদস্য ও এলাকাবাসিকে মারপিট, হত্যার হুমকী এবং পুলিশের ভয় দেখিয়ে হয়নরানি বন্ধ করতে হবে।
মাহফুজার রহমান ও শাওন কর্তৃক সমিতির যে এক কোটি টাকা আত্মসাত হয়েছে তা সাধারণ সভার মাধ্যমে জনসম্মুখে হিসাব দাখিল করতে হবে। সাধারণ মানুষের টাকায় শাওনের এসি রুম ব্যবহার, এবং সারারাত ঝাড়বাতি ব্যবহার বন্ধ করতে হবে। ১৮ বছর যাবত নির্বাচন না হওয়া এই সমিতির নতুন গঠনতন্ত্র তৈরী করে ত্রি-বার্ষিক নির্বাচনের আয়োজন করতে হবে। স্বারকলিপি প্রদনকালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী এলাকাবাসি ও পল্লী মঙ্গল সমতির অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক বাংলাদেশ ন্যাশনাল ডিজেবল ক্রিকেট টিমের ক্রিকেটার মামুনুর রশিদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন,মাসুদ রানা বেলু,সাহিনুর ইসলাম, মহসিন দরবেশ, মাহাতাব হোসেন,মজনু সেখ,তোফাজ্জল হোসেন,সিজ্জাত সরদার, মধু মিয়াসহ এলাকাবাসি।