কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' হাবিব উল্লাহ (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। পুলিশের দাবি, হাবিব চিহ্নিত ডাকাত ছিলেন।শনিবার রাত পৌনে ২টার দিকে টেকনাফের হ্নীলা ইউপিস্থ নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের পেছনে পাহাড়ে এ ঘটনা ঘটে।নিহত হাবিব টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের 'সি' ব্লকের ২৭১৪ নম্বর এমআরসিধারী ৮৯৩ নম্বর শেডের ৬ নম্বর রুমে থাকতেন।এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, শনিবার রাতে নয়াপাড়া শরনার্থী ক্যাম্প থেকে হাবিবকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ওই ক্যাম্পের 'সি' ব্লকের পেছনে পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশ টিম নিয়ে সেখানে গেলে ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খানে আলম বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ এক রোহিঙ্গাকে হাসপাতালে নিয়ে আসে। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।ওসি বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলিসহ দুইটি এলজি, ১০টি শর্টগানের তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা পাওয়া যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।