বিরামপুর সীমান্তে মাদককে লাল কার্ড!
_Photo_15.9_.19_.jpg)
বিরামপুর উপজেলার সীমান্ত এলাকায় পুলিশ, সীমান্তবাসী ও সীমান্তের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে রবিবার (১৫ সেপ্টেঃ) মাদক বিরোধী লাল কার্ড সমাবেশ ও র্যালি করা হয়েছে।সীমান্তের কাটলা বাজারে সকাল থেকে এলাকার লোকজন ও শিক্ষার্থীরা হাতে লাল কার্ড নিয়ে সমবেত হতে থাকেন। বেলা ১০টায় লাল কার্ড উঁচিয়ে সকলে মাদক প্রতিরোধের অঙ্গিকার করেন।
এসময় ব্ক্তব্য রাখেন, বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কাটলা হাট বাজার বণিক সমিতির সভাপতি কোবাদ হোসেন, সাধারণ সম্পাদক সামসুল মিয়া ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ওসি মনিরুজ্জামান বলেন, বিরামপুর থানা পুলিশ প্রতিনিয়িত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। এলাকা থেকে মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ ভ’মিকা রাখতে হবে। সমাবেশ শেষে পুলিশ, সীমান্তবাসী ও সীমান্তের স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিশাল র্যালি সীমান্তের বিভিন্ন গ্রাম ঘুরে বিরামপুর উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যতিক্রমি লাল কার্ড র্যালিকে স্বাগত জানিয়ে শহরবাসী রাস্তার পাশে দাঁিড়য়ে হাত তুলে একাত্মতা প্রকাশ করেছে।