জয়পুরহাটে ৬৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

জয়পুরহাটে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২০১৮-১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ ও জয়পুরহাট পৌরসভা এলাকার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায় ।অনুষ্ঠানে জেলার ৬৯টি সংগঠনের মাঝে ১২ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।