এম পি মোশারফ হোসেনকে কাহালু উপজেলা সনাতন সংঘের পক্ষ হতে সংবর্ধনা প্রদান

সোমবার বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে ক্রেস্ট দিয়ে সংর্বধনা প্রদান করেন কাহালু উপজেলা সনাতন সংঘের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সনাতন সংঘের সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ সরকার, সহ-সভাপতি শ্রী ভূপেন্দ্রনাথ পাল, সাংগঠনিক সম্পাদক শ্রী অঞ্জন কুমার প্রামানিক, পাঠাগার সম্পাদক শ্রী সুজন কুমার মোহন্ত, সহ-পাঠাগার সম্পাদক শ্রী বিপ্লব কুমার মোহন্ত (ভোলা) এবং সুমন দাস প্রমূখ। সংসদ সদস্যকে কাহালু উপজেলা সনাতন সংঘের নেতৃবৃন্দ আগামী ৪ অক্টোবর হতে ৮ অক্টোবর পর্যন্ত শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজার আমন্ত্রণ জানান এবং মন্দিরের উন্নয়নের জন্য সার্বিক সহযোগীতা চান। সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন আসন্ন দূর্গাপূজা যেন সুষ্ঠ ও সুন্দর ভাবে উদযাপিত হয় এবং মন্দিরের উন্নয়ন মূলক কাজে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন কাহালু উপজেলা সনাতন সংঘের নেতৃবৃন্দকে। তিনি সনাতন সংঘের নেতৃবৃন্দকে আরও বলেন, যে কোন সময় আপনারা যে কোন দরকারে আমার কাছে আসতে পারেন।