ঝিনাইদহে সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া বড় ভাই হলেন শাহীন মণ্ডল (৩৫) আর ছোট ভাই হলেন সোহাগ মণ্ডল (৮)। তাঁরা ওই এলাকার নবাব আলী মণ্ডলের ছেলে। শাহীনরা চার ভাইবোন।
এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, ঘটনার দিন শাহীনের মা জুলি খাতুন ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে ছোট ভাই সোহাগকে নিয়ে শাহীন ও তাঁর স্ত্রী আছিয়া খাতুন এক খাটে ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে বিষধর সাপ দুই ভাইকে কামড়ে দেয়। তৎক্ষণাৎ তাঁদের কুষ্টিয়ায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে দুই ভাই মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান।