শিবগঞ্জে প্রকাশিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জ প্রেসক্লাবে গত ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজ মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। উপজেলার ভড়িয়া গ্রামের বাসিন্দা ও ভরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিভাবক মোঃ রুহুল আমিন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত সোমবার কয়েকটি পত্রিকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে যাহার কোন ভিত্তি নেই। এটা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত। ভরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা উল্লেখ করেছেন যে, হরিপুর ভরিয়াপাড়া গ্রামের রাস্তা পাকা করনের ফলক ওই গ্রামের লোকজন ভেঙ্গে ফেলেছে বলে যে অভিযোগ করেছে তাহা সঠিক নয়। প্রকৃত ঘটনা হলো এমপির উদ্বোধনী ফলক উদ্বোধনের পর প্রতি পক্ষকে ফাসানোর জন্য গোলাম মোস্তফা নিজেই ফলক ভেঙ্গে ফেলেছেন। তিনি বলেন মোস্তফা একজন দূর্নীতিবাজ লোক হিসেবে পরিচিত।
এলাকার কোন ব্যাক্তি উচ্চ পদে চাকুরী করলে মোস্তফা তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকে। সে ভরিয়া বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকে বিদ্যালয়ে অনিয়ম, দূর্নীতি ও নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত রয়েছেন। মোস্তফা নিজের দূর্নীতি আড়াল করতে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সভাপতি ছাড়াও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম ইতিপূর্বে একাধিক বার ছাত্রী শ্লীলতাহানির ঘটনাও ঘটিয়েছে। যাহা এলাকাবাসীরা সবাই জানেন।সভাপতি ও প্রধান শিক্ষকের কারনে আজ বিদ্যালয়টি ধ্বংসের পথে এসেছে। তিনি আরো বলেন, এমপিকে ভূল বুঝিয়ে আমাদের কে প্রতিপক্ষ হিসাবে দাড় করিয়া হরিপুর ভরিয়াপাড়া গ্রামের মানুষের সঙ্গে এমপির সাথে দূরত্ব করার পায়তারা করছে। এমপি আমাদের গ্রামের রাস্তা ইতিমধ্যে পাকা করণ করে দিয়েছেন। সে জন্য আমরা গ্রামবাসী তার প্রতি কৃতজ্ঞ। আমি প্রকাশিত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে তিনি এই দুর্নীতিবাজ সভাপতি ও প্রধান শিক্ষকের হাত থেকে বিদ্যালয়কে রক্ষা করার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট ব্যাক্তিদের আহবান জানিয়েছেন।