নওগাঁয় ইয়াবা ও হিরোইন সহ আটক- ২

নওগাঁ জেলার গোয়েন্দা পুলিশের এস আই মিজানুর রহমান মিজানের নের্তৃত্বে সোমবার রাত প্রায় ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নওগাঁ শহরের সদর হাসপাতাল মোড়ে (সেবা ক্লিনিকের) সামনে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নওগাঁ শহরের চকমুক্তার হাসপাতাল মোড় এলাকার জৈনক আবদুল্লাহেল বাঁকির ছেলে তৌফিক ইমাম সিজু (৩৭) ও একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৭) কে ৩ গ্রাম হিরোইন সহ আটক করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের এস আই মিজানুর রহমান মিজান জানান, আমাদের গোপন সো¯্ররে মাধ্যমে সংবাদ পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন সহ ঐ দু জনকে আটক করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন এস আই মিজানুর রহমান মিজান।