হিলিতে পূজা উদযাপন কমিটির সন্মেলন
দিনাজপুরের হিলি-হাকিমপুর উপজেলায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চুর সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সুনীল চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, হাকিমপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক জর্নাদ্দন রায়, হাকিমপুর প্রেস কাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন প্রমুখ।
শেষে সুমন মন্ডলকে সভাপতি ও রিপন সাহাকে হাকিমপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ নির্বাচিত করা হয়।