রাজীবপুরে বর্ডারহাট ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় অবস্থিত বালিয়ামারী বর্ডার হাট ব্যাবস্থাপনা কমিটির সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বর্ডার হাটের অবকাঠামোগত উন্নয়ন এবং হাটকে আরও কার্যকর করে গড়ে তোলার লক্ষে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত বর্ডার হাটে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদশর পক্ষে নেতৃত্ব দেন হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভিন আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন আসামের আমবাতি জেলার ডিসি (ডিস্টিক কমিশনার) রাম কুমার। বেলা সাড়ে ১১টার দিক শুরু হওয়া ওই বৈঠক চলে দুপুর ২টা পর্যন্ত।
সীমান্ত হাটে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামি অক্টোবর মাস থেক সাপ্তাহে দুইদিন করে হাট বসবে। আগে ছিল সাপ্তাহে একদিন প্রতি বুধবার।এখন থেকে সোমবার ও বুধবার দুই দিন করে হাট বসার সিদ্ধান্ত গ্রহণ করেন উভয় দেশের হাট ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা।
এছাড়াও হাটের অবকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাটে বিক্রির জন্য তালিকাভুক্ত যেসব পণ্য সামগ্রীর নাম রয়েছে তা উভয় দেশর জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এখন থেকে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশে তৈরি পণ্য সামগ্রী হাটে বিক্রি করা যাবে। আগে হাট থেকে ৫ কিলামিটারর মধ্যে স্থানীয় ভাবে উৎপাদিত বা তৈরী পণ্য সামগ্রী বিক্রির অনুমতি ছিল।বিক্রেতার সংখ্যা বাড়িয়ে ৫০ জন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।আগে দুই দেশের ২৫ জন করে বিক্রেতা ছিল হাটে।
আলোচনা সভায় উভয় দেশের স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা, পুলিশ ও বিজিবি ও বিএসএফ এর উদ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভা শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক রাজীবপুর উপজেলায় শিশুপার্ক নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে রাজীবপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান স্থানীয় রাজনৈতিক ও সুধি জনের সাথে মাদক, বাল্য বিয়ে, জঙ্গীবাদ প্রতিরোধে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।মত বিনিময় সভা শেষে প্রতিবন্ধি শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।