রাণীনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে রাণীনগর থানা পুলিশের আয়োজনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে থানা চত্বরে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার খট্বেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান পিন্টু, কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বাবলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্তবাবু চন্দন কুমার মহন্ত।
এসময় উপস্থিত ছিলেন,রাণীনগর থানার (ওসি) তদন্ত আব্দুল গনি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অমল সরকার, রাণীনগর প্রেসকাবের সভাপতি এস,এম সাইফুল ইসলাম,উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম মোয়াজ্জেমসহ উপজেলার ৫০টি মন্দির কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।