পত্নীতলায় মাটিন্দর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলোন অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় মাটিন্দর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা ও কর্মী সম্মেলোন অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ওই ইউনিয়নের আহবায়ক কমিটি দ্রুত গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়।
গতকাল শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান শেখের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ খাজা নজিবুল্লাহ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ ও হাবিবুর রহমান মিন্টু, সাবেক মাটিন্দর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক প্রমুখ।
এসময় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।