রাস্তার পার্শ্বে পড়ে থাকা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করালেন নওগাঁ জেলা যুবলীগের সেক্রেটারী

রাস্তার পার্শ্বে পড়ে থাকা লেবু নামে (৫৫) এক অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করালেন নওগাঁ জেলা যুবলীগের সেক্রেটারী বিমান কুমার রায়। গতকাল বিকেল ৪টায় বিমানের সহযোগীতায় মুমুর্ষ ঐ রোগীটি এখন চিকিৎসা পাচ্ছেন সদর হাসপাতালে। লেবুর বাড়ী শৈলগাছী। লোকটি নওগাঁ ব্রীজের পূর্ব পার্শ্বে অবস্থিত যমুনা হোটেলের পার্শ্বে অসুস্থ অবস্থায় পড়ে ছিল।
লোকটি সম্পর্কে বিমান কুমার রায় বলেন, যমুনা হোটেলে একটি বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। হোটেল থেকে নেমে দেখি পার্শ্বে একটি লোক খুব মুমুর্ষ অবস্থায় পড়ে আছে। তখন বাজে প্রায় বিকেল ৪টা। আমি লোকটির কাছে গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ। আর দেরি নয়। সঙ্গে সঙ্গে গাড়ী ভাড়া করে সোজা সদর হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের অনুরোধ করায় দ্রুত লোকটিকে ভর্তি করানো হয় এবং চিকিৎসা শুরু করা হয়। আর দ্রুত চিকিৎসা শুরু করার জন্য আমি হাসপাতালের আর এম ও, ডাঃ মোঃ মুনির আলী আকন্দকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য। আমি সামান্যতম ঐ অসুস্থ লোকটির পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র। লোকটি যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তখন খুবই ভালো লাগবে।
এ প্রসঙ্গে সদর হাসপাতালের আর এম ও, ডাঃ মুনির আলী আকন্দ জানান, লোকটি বর্তমানে অর্থোপেডিকসের বারান্দায় একটি বেডে আছে। তার অবস্থা এখন ভালো।