বগুড়ায় দুইদিন ব্যাপি উন্নয়নের মূল ধারায় নারী শীর্ষক আঞ্চলিক কর্মশালার উদ্বোধন

বগুড়ায় জাপানের টোকিও ওয়াইএমসিএ এর আর্থিক সহায়তায় ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএএস অব বাংলাদেশ এর আয়োজনে বগুড়া ওয়াইএমসিএ এর সহযোগিতায় গতকাল শুক্রবার দুইদিন ব্যাপি উন্নয়নের মূল ধারায় নারী শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা স্থানীয় সংস্থার পলবেসরা অডেটোরিয়ামে উদ্বোধন করা হয়।
উক্ত কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন স্থানীয় ওয়াইএমসিএ এর সভাপতি মিঃ দিলীপ মারান্ডি। উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান সরকার নারীদের সম সুযোগ, সম অধিকার, সম অংশগ্রহন নিশ্চিত করণের লক্ষ্যে ব্যাপক কাজ করছে। বিশেষ করে নারীদের জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল ক্ষেত্রে তাদের অংশিদারীত্বে দেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। নারীদের কর্মস্পৃহা, কর্মদক্ষতাকে মূল্যয়নের ভিত্তিতে সঠিক জায়গায় পৌছাতে পারলেই দেশ এগিয়ে যাবে। নারীদের প্রতি অবহেলা, অনিহা, অমর্যাদা থেকে আমাদের প্রত্যেকেরই বেরিয়ে আসতে হবে। বর্তমান প্রেক্ষাপটে নারীরা কর্মক্ষেত্রে বেশ এগিয়ে। তাদেরকে ব্যতিরেকে দেশকে এগিয়ে নেয়া কখনই সম্ভব নয়। বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে নারী-পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে দেশ উন্নয়নের ক্ষেত্রে সততা, নিষ্ঠা, একাগ্রচিত্তে দেশের উন্নয়নে কাজ করে থাকে। এদেশের নারী-পুরুষের সময় এসেছে দেশকে এগিয়ে নেবার। নারীদের কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। কর্মে নিজেদেরকে সম্পৃক্তকরণের মধ্য দিয়ে ভিশন ২১, ভিশন ৪১ বাস্তবায়ন করবে।
উদ্বোধনী কর্মশালায় বক্তব্য রাখেন স্থায়ীয় সংস্থার উপদেষ্টা ও আয়োজিত সংস্থার সহ-সভাপতি এ্যাড. বার্নাড তমাল মন্ডল, বগুড়া ওয়াইএমসিএ এর সাধারন সম্পাদক ও নির্বাহী প্রধান রবার্ট রবিন মারান্ডি। এনসিওয়াইবি এর এক্সিকিউটিভ সেক্রেটারী বিপ্লব রাংসা ও ইদিলপুর ওয়াইএমসিএ এর জেনারেল সেক্রেটারী বাপ্পু মৃ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেয়। বগুড়া, ফৈলজানা দিনাজপুর ও যশোর ওয়াইএমসিএ এর যুব-যুবতী, সদস্য, সাধারন সদস্য ও কর্মীবৃন্দ আঞ্চলিক কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেয়।