প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩৫

পার্বতীপুরে আর্ন্তজাতিক শান্তি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
পার্বতীপুরে আর্ন্তজাতিক শান্তি দিবস পালিত

পার্বতীপুরে আর্ন্তজাতিক শান্তি দিবস পালিত হয়েছে। আজ শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পার্বতীপুরে আর্ন্তজাতিক শান্তি দিবস পালন করা হয়। পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত আর্ন্তজাতিক শান্তি দিবসের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শান্তি র‌্যালী, পরিস্কার পরিচ্ছন্নতার শুভ সূচনা। আর্ন্তজাতিক শান্তি দিবস পালন উপলক্ষে  উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর পর পার্বতীপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী দ্বারা পরিস্কার পরিচ্ছন্নতার শুভ সূচনা করা হয়। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনা (ভূমি) আবু তাহের মোঃ শামসুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী রুকু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল মোমেনীন সহ বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ।

উপরে