প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৪৯

পোরশায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

নওগাঁর পোরশায় আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা স্কাউটস এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপজেলা স্কাউটস লিডার প্রধান শিক্ষক মাহফিজুর রহমান ও কমিশনার প্রধান শিক্ষক আব্দুস সবুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপরে