শিবগঞ্জে মাদকসেবীদের উৎপাত,বাধা দেওয়ায় গ্রামবাসীকে মারধর

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের সোলাগাড়ীতে আশ্রায়ন প্রকল্পের গুচ্ছগ্রামে অবাধে মাদক বেচা-কেনা ও মেদকসেবীদের ব্যাপক উৎপাতের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে গুচ্ছগ্রামবাসীর পক্ষ থেকে জাহিদুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগসূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুর ১২টার সময় সোলাগাড়ী বাজারে জাহিদুল ইসলাম তার চার দোকান খুলতে গেলে কিচক ইউনিয়নের বেংদহ পাতাইর গ্রামের ছাইফুল ইসলাম (৩০), সোহেল (২৮), মাইদুল (২২) ৩ সহোদর ভাইসহ বাবু মিয়া (২৬) বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে দলবদ্ধ হয়ে এই মাদকব্যবসায়ীরা জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজনকে বেধর মারপিট করে। পরে এলাকাবাসী জাহিদুলসহ আহতদের উদ্ধার করে শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করে দেয়। ঘটনার পর এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকসেবী ও চোরাকারবারীদের বিরুদ্ধে গ্রাম্য শালিস ডাকলে তারা উপস্থিত না হয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। নিরূপায় হয়ে এব্যাপারে গ্রামবাসী জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দাখিল করে। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক শিবগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করে।
এর প্রেক্ষিতে পুনরায় জাহিদুল ইসলাম গ্রামবাসীদের নিয়ে থানায় আসলেও এর কোন প্রতিকার পায়নি। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস.আই সাইদ বাদীদেরকে মাদকসেবীদের ধরিয়ে বা দেখিয়ে দিতে বলে। এঘটনায় গ্রামবাসী অসন্তোষ প্রকাশ করে নিরূপায় হয়ে বাড়ী ফিরে যায়। ঘটনার ৭দিন অতিবাহিত হলেও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসী চরম উৎকণ্ঠার মধ্যে বসবাস করছে। এব্যাপারে তারা উদ্ধোর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোড় দাবী জানিয়েছেন।