নৌকা ডুবিতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে আশুরার বিলে নৌকা ডুবিতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু হয়েছে।এঘটনায় আরো দুই শিক্ষার্থী আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার জাতীয় উদ্দ্যানে আশুরার বিলে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ তারা পিকনিক করতে আশুরার বিলে আসে।বিকেলে দিকে পাঁচ বন্ধু একটি নৌকা নিয়ে বিলের মাঝে যায়।এসময় সাতাঁর না জানায় তারা বিলের মাঝে তলিয়ে যায়।স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে এসময় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে তিন জন মারা যায়।নিহতরা হলেন, ফারিয়া মৌমি, আসফাক ও রাফি আহমেদ। দুইজন হাজিদানেশ প্রযুক্তি বিস্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মোমি দিনাজপুর মহিলা কলেজের ছাত্রী। আহতরা হলেন মনোয়ার ও মাহফুজ মিয়া ।
সংশ্লিষ্ট সংবাদ: হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,নৌকা ডুবি ,মৃত্যু
১৫ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৮ মে, ২০১৯
১৯ মে, ২০১৯