ভারতীয় ট্রাকের চাকা বাস্ট হয়ে হিলি চেকপোস্টে আহত ৩

দিনাজপুর হিলি স্থলবন্দরে ভারতের পাথর বোঝায় ট্রাক চাকা বাষ্টহয়ে দুই পথচারী সহ এক শিশু আহত হয়েছে ।আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাথর বোঝায় ট্রাকটি হিলি স্থলবন্দরে প্রবেশ করার সময় এঘটনা ঘটে ।
স্থানীয়রা জার্নালবিডিকে জানায়, আজ বিকেলে ভারত থেকে হিলি চেকপোস্ট দিয়ে রেললাইন পার হওয়ার সময় একটি ভারতীয় ট্রাক নং (ডই ৩৭-ই৩৭৬৭) হঠাৎ করেই বিকট শব্দে চাকা বাষ্ট হয়।এসময় ট্রাক পাশ্বে পথচারী পায়ে ছোট পাথর ছুটকে পড়ে আহত হয়ে। ধরন্দা গ্রামের হাকিমপুর উপজেলার মৃত কাদের হোসনের ছেলে বাবুল হোসেন(৫৬),বদলগাছী গ্রামের মেহের আলী ছেলে লুৎফর রহমান( ৫৫) ও ৫ বছরের শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর ,আহত ,ট্রাক
১৫ মে, ২০১৯
২০ মে, ২০১৯
২০ মে, ২০১৯
৯ জুন, ২০১৯
১২ জুন, ২০১৯