পার্বতীপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

দিনাজপুরের পার্বতীপুরে ফেন্সিডিলসহ ১ জনকে হাতে নাতে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। আজ রবিবার সকাল ১০টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নং প্লাটফরম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত ওসি এসআই মোঃ আব্দুস সাত্তার জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে থানার এএসআই আঃ সবুর আজ রবিবার সকাল ১০.২০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নং প্লাটফরমের দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগারের সামনে থেকে একটি স্কুল ব্যাগে রাখা ২৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ রুবেল হোসেন (৩০) কে হাতে নাতে গ্রেফতার করে। সে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কার্তিকাহার গ্রামের মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পুত্র। সীমান্তের চোরাপথ দিয়ে নিয়ে আসা আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল নিয়ে ট্রেনের জন্য সে অপেক্ষা করছিল।
এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।